সাইবার জালিয়াতির মামলায় গ্রেপ্তার ২
সাইবার জালিয়াতির মামলায় দু’জনকে গ্রেপ্তার করল রানাঘাট পুলিশ জেলার সাইবার থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে।
সাইবার পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জুলাই মাসে কল্যাণী সাইবার থানায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী অভিযোগ জানান যে, বেশকিছু অচেনা ফোন নম্বর থেকে সিম পাল্টে ই-সিম নেওয়ার লিংক পাচ্ছিলেন ম্যাসেজের মাধ্যমে। তিনি সেই লিংকে ক্লিক করেছিলেন এবং সিমটি ই-সিমে পরিবর্তনও হয়েছিল। বেশ কয়েকদিন পর অভিযোগকারী দেখেন তাঁর ব্যাংক একাউন্ট থেকে ৫ লাখ টাকা খোয়া গিয়েছে। এরপর তিনি সাইবার থানার দ্বারস্থ হন।
সাইবার থানা সূত্রের খবর, এরপর সাইবার থানার পুলিশ তদন্তে নেমে ক্যানিং থেকে শাহরুখ গাজী ও মনোতোষ বিশ্বাসকে গ্রেপ্তার করে। ধৃতরা ফেক ব্যাংক একাউন্ট খুলে জালিয়াতি করে বলে অভিযোগ। এদিন ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পাঠানো হয়েছে।



