সমষ্টি উন্নয়ন আধিকারিকের করনে আবাস যোজনার উপভোক্তা দের নিয়ে বিশেষ আলোচনা সভা শান্তিপুরে, দিলেন কড়া বার্তা
মলয় দে নদীয়া:-
এদিন বাংলার বাড়ি (গ্রামীন) এর প্রথম কিস্তি প্রাপক সমস্ত উপভোক্তাকে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত বা সুবিধা মত কোন বড় জায়গায় ডেকে প্রাপ্য টাকা দিয়ে কিভাবে কত মাপের বাড়ী কত দিনের মধ্যে বানাতে হবে এবং পরবর্তী কিস্তিগুলি পাওয়ার জন্য কে কিভাবে Geo Tag করবেন সেটি সবিস্তারে বুঝিয়ে দেওয়া হল এদিনের সভায় ।
সেই সঙ্গে, এই টাকা অন্য কোনো কাজে ব্যায় করা যাবে না এবং টাকা পাইয়ে দেবার নাম করে কেউ কোনো টাকা চাইলে সরাসরি ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের টোল ফ্রি নং ১৮০০ ৮৮৯৯ ৪৫১ তে ফোন করে, এবং শান্তিপুরের বিডিও কে সরাসরি অভিযোগ জানাতে বলেছেন বিডিও।এদিন শান্তিপুর ব্লকের বেলঘরিয়া-২ ফুলিয়া টাউনশিপ, বেলঘরিয়া-১,নবলা পঞ্চায়েত এর টায় ব্লক অফিস প্রাঙ্গনের সুকান্ত ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।