শান্তিপুর কলেজে আজ ক্লাস নিলেন বিডিও
মলয় দে নদীয়া :-
কলেজে সাধারনত অধ্যাপক অধ্যাপিকাদের ক্লাস নিয়ে দেখা যায়, তবে আজ একটু ব্যতিক্রম, শ্রেনীকক্ষ ভর্তি স্টুডেন্টদের ক্লাস নিলেন এদিন বিডিও। নদিয়ার শান্তিপুর কলেজে এদিন উপস্থিত ছিলেন বিডিও। সেখানে ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করে নিলেন ক্লাস। তবে চিরাচরিত ক্লাস নয়। সামনেই নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর এই ভোটার তালিকায় কিভাবে নতুন যাদের বয়স ১৮ বছর সম্পন্ন হয়েছে তারা কিভাবে সেই তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানাতে পারবে, এমনকি ভোটার কার্ডে কোনও ধরনের সংশোধন করতে হলে তা কিভাবে করতে হবে এই বিষয়ে এক বিস্তর ক্লাস নিয়ে সেই সম্পর্কে ছাত্র ছাত্রীদের অব্যহত করেন বিডিও।
উল্লেখ্য আসন্ন ২০২৬ আসন্ন বিধানসভা নির্বাচনের নিরিখে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া। ভোটকেন্দ্রে বসে আধিকারিকেরা সেই তথ্য সংগ্রহ করেছেন এর আগে। আজ তারিই শেষ দিন। যদিও যদিও এ বিষয়ে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়েছে। এরপর নিজ নিজ এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেওয়া । তবে তাতেও কোন কারনে যারা জানতে পারেননি তারা আজ শান্তিপুর কলেজে শেষ সময়ে জমা দেওয়ার সুযোগ পেলো। জমা নেওয়ার টিমে ছিলেন একেকজন করে বিএলও, এবং অথবা শহরাঞ্চলের পৌরসভার একজন করে আধিকারিক। জানা যাচ্ছে।আগামী মাসের ৫ তারিখ নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরেই এপিক কার্ড বাড়ি বাড়ি পৌঁছানো প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।
এদিন শান্তিপুর কলেজে বিডিওর বার্তা শুনে শেষ দিনেও জমা পড়ে একাধিক আবেদন। আশাকরি যাচ্ছে ভবিষ্যত প্রজন্মরা আগামীতে এই বিষয়ে অবগত থাকবেন।