ভোটের ফলাফল যাই হোক গন্ডগোল করলে পুলিশ ঝড়ো ব্যাটিং করবে এমনই হুঁশিয়ারি দিলেন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়

ভোটের ফলাফল যাই হোক গন্ডগোল করলে পুলিশ ঝড়ো ব্যাটিং করবে এমনই হুঁশিয়ারি দিলেন চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়। প্রসঙ্গত আগামী ৪ই জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে । ফলাফলের পরে যাতে চাকদহ থানা এলাকায় কোনরকম কোন গন্ডগোল না হয় তার জন্যই শনিবার চাকদহ থানায় এক সর্বদলীয় বৈঠকের আয়োজন করে চাকদা থানার ভার প্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়। উক্ত উক্ত সর্বদল বৈঠকে উপস্থিত ছিলেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস প্রাক্তন চেয়ারম্যান সিপিএমের নেতৃত্ব বাপি বোস সহ সমস্ত রাজনৈতিক দলের পদাধিকারীরা। আজকের এই সর্বদলীয় বৈঠক থেকে চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় সব রাজনীতি দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন ফলাফল যাই হোক না কেন চাকদা থানা এলাকায় কোন গন্ডগোল মারামারি বরদাস্ত করব না কোন সমস্যা হলে পুলিশ কিন্তু ঝড়ো ব্যাটিং করবে। অন্যদিকে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ বলেন প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই পাশাপাশি একুশে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূল চাকদা জুড়ে সন্ত্রাস করেছিল তার পুনরাবৃত্তি যাতে না হয় সে দিকটা নজর দিতে বলেছি পাল্টা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহ বলেন একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর আমাদের ব্লক সভাপতি বাড়িতে বোম পরেছিল দলের ২১ নম্বর ওয়ার্ডের রানা প্রতাপ মুখার্জির বাড়িতে বোম পরেছিল এবং আমাদের দলের একাধিক কর্মীকে মারধর করা হয়েছিল ওটা কার নেতৃত্বে হয়েছিল বিধায়ককে জিজ্ঞেস করুন। সিপিআইএমের নেতৃত্ব বিভাস গুহ বলেন প্রশাসনের পক্ষ থেকে আজ রাখা হয়েছিল চাকদায় খুব সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে ফলাফলের পরেও যাতে কোন রকম অশান্তি না হয় তাই আজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হলো । আজ দুপুরে এই সর্বদল বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরাই চাকদা থানার আইসির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন