প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বরণসভার আয়োজন জাতীয় যুব কংগ্রেসের।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্বরণসভার আয়োজন জাতীয় যুব কংগ্রেসের।
চাকদা ব্লক যুব জাতীয় কংগ্রেসের উদ্যোগে রবিবার চাকদা বিডিও অফিসের সামনে কামালপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা। এদিনের সভা মঞ্চে এক প্রাক্তন সরকারি কর্মচারী জাতীয় কংগ্রেসের যোগদান করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী স্মরণসভা থেকে এলাকার দুস্থ মানুষদের হাতে মশারি বিতরণ করা হয় পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে খিচুড়ি প্রদান করা হয় চাকদা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। চাকদা ব্লক জাতীয় যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত বোস বলেন। প্রতিবছর ৩১ শে অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মরণ সভা আয়োজন করি কিন্তু এবার কালীপুজো পরে যাওয়ায় আজ আমরা স্মরণসভার আয়োজন করেছি। উপস্থিত বক্তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতিচারণ করেন