নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে নারকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক্সপোসার ভিসিট বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের

নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে নারকেল উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এক্সপোসার ভিসিট বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের

মলয় দে নদীয়া:-
কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারিকেল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নারকেল চাষিবন্ধুদের কাছে উন্নতমানের নারকেল চাষ প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। নদীয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মন্ডৌরীর ফার্মে নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে নারকেল উৎপাদন বৃদ্ধি করবেন তা নিয়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একদিনের এই এক্সপোসার ভিসিটের মাধ্যমে কৃষকরা তাদের চাষের ক্ষেত্রে নানান সমস্যা বিশেষজ্ঞদের সামনে তুলে ধরবার সুযোগ পান। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম ছাড়াও নারকেল উন্নয়ন পর্ষদের ফুলিয়ার ফার্মেও কৃষকবন্ধুদের নিয়ে যাওয়া হবে নারকেল চাষ সম্পর্কে বিস্তারিত জানান হয়। নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস নারিকেল চাষীদের কেন্দ্রীয় সরকারের নানাবিধ সহায়তার কথা তুলে ধরেন