জমি বিবাদ কে কেন্দ্র করে উত্তেজনা পলাশীর হাজরা পাড়া পূর্বপাড়ায়, বাড়ী ভাঙচুর সিভিক ভলেন্টিয়ারের
মলয় দে নদীয়া:-
অভিযোগ এলাকার মেম্বার জোরযাবস্তি এক নির্দল প্রার্থীর বাড়ির বা জমি দখল নেওয়ার চেষ্টা করে। আর যার এটা জমি তিনি একজন সিভিক ভলেন্টিয়ার চাকরি করে আর তিনি না দেওয়াতে তার বাড়িঘর আর সকালবেলায় ভাঙচুর করে। পুরো এলাকা ঘিরে বর্তমানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকায় রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন। পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে বোঝা যায় মেম্বার বাড়ি এবং জমি দখল করতে চাইলে বাড়ির মালিক জমি না দিতে চাইলে তাকে জোরজবস্তি জমি দখলের হুঁশিয়ারি করা হয় এবং তারপর তার বিরুদ্ধে ক্ষমতা বজায় রাখার চেষ্টা করা হয়। তাদের বাড়ি ভাঙচুর এবং এলাকায় তাদেরকে হুঁশিয়ারি জারি করা হয়। তারা ইতিমধ্যেই পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। সিভিক যার বিরুদ্ধে এই অভিযোগ করছেন তৃণমূল তার নাম বকুল সেখ এবং মেম্বার তার নাম আজাদ শেখ। এলাকায় যথেষ্টই উত্তেজনার সৃষ্টি হয়েছে, রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন।