কালীগঞ্জে তৃণমূল বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিল কংগ্রেস প্রার্থীর হাত ধরে।
নদিয়া: দলের এই দুর্দিনেও কংগ্রেসে যোগ দলত্যাগী দের। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি ছেড়ে প্রায় ২৫ জন কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিল। বাম সামর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন সেখের হাত ধরে। বৃহস্পতিবার রাতে দলত্যাগী কর্মী-সমর্থকদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন সেখ নিজে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার নজির রয়েছে কিন্তু তৃণমূল এবং বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দেওয়াটা একেবারে দৃষ্টান্ত বলা চলে। কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দোর গোড়ায় এই যোগদান কর্মী সমর্থকদের মনোবল বাড়াবে বলে দাবি কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের। তিনি আরো জানান, বামফ্রন্ট এবং কংগ্রেসের আদর্শ অনুপ্রাণিত হয়ে এদিন ২৫ জন কর্মীর সমর্থক সহ তাদের পরিবার কংগ্রেসের পতাকা তলে এলো।