কল্যাণী জেলা পুলিশের তৎপরতায় মদ্যপ খালাসির কু মতলবে নয় যাত্রীসহ কলকাতা থেকে বিহারের পূর্ণিয়া আগামী বাস ঢুকে পড়ে গহন অন্ধকারে, একমাত্র মহিলা যাত্রী আতঙ্কিত। উদ্ধার করে পুলিশ

কল্যাণী জেলা পুলিশের তৎপরতায় মদ্যপ খালাসির কু মতলবে নয় যাত্রীসহ কলকাতা থেকে বিহারের পূর্ণিয়া আগামী বাস ঢুকে পড়ে গহন অন্ধকারে, একমাত্র মহিলা যাত্রী আতঙ্কিত। উদ্ধার করে পুলিশ

মলয় দে নদীয়া:- কলকাতা থেকে বিহারে পূর্নিয়া যাওয়ার সময়ে বিপত্তি ! ভুল রাস্তায় ঢুকিয়ে দেয় বাস। রাতের অন্ধকারে বাস ঢুকে যায়। আভিযোগ খালাসী মদ্যপ অবস্থায় ছিলেন । চালক বার বার খালাসী কে বললেও কর্ণপাত করিনি। গাড়ি খাদের কাছে চলে যায় এরপর চালক গাড়ি থামিয়ে দেয়। কিন্তু ততক্ষণে গাড়ির চেসিস ভেঙে যায় । বাসের মধ্যে নজর জাতির মধ্যে একমাত্র মহিলা ছিলেন ইন্টারন্যাশনাল আব্বাসের ড:সঞ্চিতা ব্যানার্জি কলকাতা থেকে বেশ কিছু মালপত্র সহ উঠেছিলেন ওই বাসে, বিহারের পূর্ণিয়া যাওয়ার উদ্দেশ্যে। তবে কৃষ্ণনগর থেকে বেশ কিছু মাটির পুতুল এবং অন্যান্য উপহার সামগ্রী নিয়ে তিনি রওনা হয়েছিলেন ।একমাত্র মহিলা হওয়ার কারণে অন্ধকারের মধ্যে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন কল্যাণী জেলা পুলিশের তৎপরতায় চাকদহ থানার
পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সমস্যা থেকে মুক্ত করেন তাদের নিরাপত্তা দেয় রাতের অন্ধকারে। অন্যদিকে বিকল্প বাসের ব্যবস্থাও করে দেন তারা। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমস্ত বাস যাত্রীরা।