কংগ্রেস এবং তৃণমূল সংখ্যালঘু প্রার্থী বিজেপি প্রার্থী হল সংখ্যাগুরু, ভোট কাটাকাটির খেলায় জয়ে আশাবাদী বিজেপি প্রার্থী
মলয় দে নদীয়া:-
কালীগঞ্জের বিজেপি প্রার্থী হলেন আশীষ ঘোষ । বর্তমানে তিনি কালীগঞ্জ বিধানসভার কনভেনার ছিলেন। তিনি ২০০৮ সাল থেকে টানা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি। উল্লেখ্য, বিধায়কের মৃত্যুতে উপ নির্বাচন কালীগঞ্জে। বিধায়ক কন্যাকেই প্রার্থী করেছে তৃণমূল। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আজ বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। দেবগ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও টানা চারবার বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী সেই কারণেই তার উপরেই ভরসা রাখলো বলে মত একাংশের।পেশাই ব্যবসায়ী আশীষ ঘোষ। ছাত্র রাজনীতি থেকে বিজেপির সঙ্গে যাত্রা শুরু। উপ নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে দল। আগামী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন। দেরিতে প্রার্থী ঘোষণা হলেও যে প্রচারের ঘাটতি হয়েছে তা রিকভারি করে নেবে বলে জানান তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বি তৃনমূল। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তাকেই ভোট দেবে বলে আশাবাদী তিনি।