সুমিত ঘোষ,মালদা: এবারে দুয়ারে সরকার শিবিরে লাগলো তৃণমূলের রং। ওয়ার্ড অফিস এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসলো দুয়ারের সরকারের শিবির। ইংলিশ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে আজ আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরের। কিন্তু সরকারি কর্মসূচি এইভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করে যায় করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন? যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই, হ্যাঁ অবশ্যই করা যায়। তবে এটি অফিসিয়াল প্রটোকল। তারা যেখানে করতে বলেছেন সেখানেই আমরা করছি।
আর এখানেই আপত্তি করেছেন বিরোধীরা। ইংলিশবাজার পৌরসভার বিরোধী দল নেতা অম্লান ভাদুড়ীর বক্তব্য নিরপেক্ষ জায়গায় হওয়া দরকার এই দুয়ারে সরকার শিবিরের। কারন দুয়ারে সরকার শিবির সবার জন্য। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের কোন বাড়ির সদস্যের প্রয়োজন হলে তারা তো পার্টি অফিসে নাও যেতে পারেন। আমরা পৌরসভার বিওসি মিটিংয়ে বিষটি তুলবো।
এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ওটি দলীয় কার্যালয় নয়, ওখানে কাউন্সিলর বসেন। সেই বাড়িতে কাউন্সিলর থাকে না হতেই পারে। দাবি ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যানের।
বাইট-
১) মনীষা সাহা মন্ডল কাউন্সিলর।
২) অম্লান ভাদুরি, পৌরসভার বিরোধী দল নেতা।
৩) কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চেয়ারম্যান ইংলিশ বাজার পৌরসভা।
৫) দুয়ারে সরকার শিবিরে আসা ওয়ার্ডবাসি।