আজ নদীয়ার বাদকুল্লার আঞ্চলিক তৃণমূল কংগ্রেস এবং হাঁসখালি ব্লকওয়ান এবং আইএন টিটি ইউসির উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক তীব্র কিশোর গোস্বামী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক শ্রী সোমনাথ শ্যাম মহাশয় রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শ্রী দেবাশীষ গাঙ্গুলী মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহ-সভাপতি স্ত্রী সজল বিশ্বাস মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সদস্যা শ্রীমতি বর্ণালী দে রাই মহাশয়া এবং রাজ্যের মন্ত্রী স্ত্রী বেচারাম মান্না এবং আই এন টি টি ইউ সি সভাপতি শ্রী সনৎ চক্রবর্তী মহাশয়। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ৭২০ জন রক্তদাতা রক্ত দান করেন। এবং অসংখ্য মানুষ দেখা গিয়েছিল আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট