অপরিজিতা আইন প্রয়োগের কার্যকর করার দাবিতে নদীয়ার নবদ্বীপে মহিলা তৃণমূল কংগ্রেস সদস্যাদের বিক্ষোভ আন্দোলন
মলয় দে নদীয়া:-
অপরিজিতা আইন প্রয়োগের কার্যকর করার দাবিতে সোমবার বিকেলে নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র রাধা বাজার মহিরাবন তলায় নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তো সবার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, উপ পৌরপতি শচীন্দ্র বসাক সহ নবদ্বীপ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কাউন্সিলর মনিকা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।
বাইট : বিমান কৃষ্ণ সাহা চেয়ারম্যান নবদ্বীপ পৌরসভা