মেলবোর্নে টীম অস্ট্রেলিয়াকে জবাব ভারতের

খেলার ডেস্ক :- সাড়ে তিন দিনেই হয়ে গেল খেলা শেষ আট উইকেটে হারল টীম অস্ট্রেলিয়া।মেলবোর্নের এই জয় টিমের অধিনায়ক অজিঙ্কা রাহানের, একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি।অস্ট্রেলিয়া এদিন ১৩৩/‌৬ নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। যা থামল ২০০ রানে।

১৫৬ রানের মাথায় দিনের প্রথম ধাক্কা খায় অসিরা। বুমরার বলে ফিরে যান কামিন্স (‌২২)‌। ক্যামেরুন গ্রিন করেন দলের হয়ে সর্বোচ্চ (‌৪৫)‌। তাঁকে ফেরান মহম্মদ সিরাজ। নাথান লায়নকেও ফেরান তিনি। হ্যাজলেউডকে তুলে নেন অশ্বিন। অসিরা এগিয়ে ছিল মাত্র ৬৯ রানে। জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল মাত্র ৭০। যা দু’‌উইকেট হারিয়ে তুলে নিলেন রাহানেরা।

দ্বিতীয় ইনিংসে ভারতের সফল বোলার মহম্মদ সিরাজ। পান তিন উইকেট। ম্যাচে তাঁর শিকার পাঁচ। এছাড়া দুটি করে উইকেট পেলেন বুমরা, অশ্বিন, জাদেজা। বুমরার ম্যাচে হল ৬ উইকেট। আর অশ্বিনের পাঁচ।
দ্বিতীয় ইনিংসে ফের সফল অভিষেককারী শুভমান গিল। অপরাজিত থাকলেন ৩৫ রান করে। রাহানে অপরাজিত থাকলেন ২৭ রানে। আউট হন মায়াঙ্ক আগরওয়াল (‌৫)‌ ও চেতেশ্বর পুজারা (‌৩)‌। চার টেস্টের সিরিজ এখন ১–১। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি।