নয়াদিল্লি: অবসর নিচ্ছেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা । তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন শ্রীলঙ্কার তারকা পেসার লসিথ মালিঙ্গা।ইতিমধ্যেই তিনি মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন । ফলে এবারের আইপিএল-এ তাঁকে আর পাচ্ছে না পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
এক বিবৃতিতে মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ অম্বানি জানিয়েছেন, ‘লসিথ মালিঙ্গা বারো বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম প্রধান সদস্য ছিলেন। আমরা তাঁর এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই। মুম্বই ইন্ডিয়ান্সের এই যাত্রায় তাঁর অবদান অমূল্য।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে মালিঙ্গা জানিয়েছেন, ‘পরিবারের সঙ্গে আলোচনা করেছি। আমার মনে হয়েছে, এটাই সরে যাওয়ার উপযুক্ত সময়। করোনা অতিমারী পরিস্থিতি এবং ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে আমার পক্ষে আগামী মরসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা কঠিন। তাই এটাই অবসরের সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। তাঁরা আমার কথা বুঝতে পেরেছেন এবং সমর্থন করেছেন।
তিনি আরো বলেন যে বিশ্ব ক্রিকেটের সেরা ফ্র্যাঞ্চাইজির হয়ে এত বছর খেলার সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ। শ্রীমতী নীতা অম্বানি, কোচ মাহেলা জয়বর্ধনে, আকাশ অম্বানি ও মুম্বই ইন্ডিয়ান্স পরিবারকে আসন্ন মরসুমের জন্য শুভেচ্ছা জানাই।’