ভারতীয় ক্রিকেট দল কে সতর্ক করলেন মাস্টার ব্লাস্টার

নিউজ ডেস্ক:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে জয় আসেনি। তাই এবার আসন্ন টেস্ট সিরিজের আগে বোলিং বিভাগ নিয়ে খানিকটা চিন্তাতেই ভারতীয় শিবির। তাই সিরিজ শুরুর আগেই এবার ভারতীয় ক্রিকেট দল কে সতর্ক করলেন খোদ মাস্টার ব্লাস্টার শচীন  রমেশ তেন্ডুলকর। তিনি জানালেন, গোলাপি বলের টেস্টে কোন বিষয়টি দলের ত্রাস হয়ে উঠতে পারে। ঠিক কোথায় বাজিমাত করতে পারে অস্ট্রেলিয়া।

গতবারের থেকে এবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাজটা বেশি কঠিন হবে বলে মনে করছেন । ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের উপস্থিতির জন্যই এবারের সিরিজটা বিরাট কোহালিদের জন্য বেশি কঠিন হবে । ওয়ার্নার, স্মিথ ছাড়াও মার্নাস লাবুশানের কথাও মাথায় রাখতে বলছেন মাস্টার ব্লাস্টার।