ম্যাচের একদিন আগেই ঘোষিত টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

নিউজ ডেস্ক ঃ- টিম ইন্ডিয়ার মেজাজ এখন বেশ ফুরফুরে। তার মধ্যেই নতুন উদ্যমে আগামী কাল থেকে আবার শুরু টেস্ট ম্যাচ ।  আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর  একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। অনেকেই বলছেন অতিরিক্ত আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ভারতীয় ক্রিকেট টিম । সুত্রের খবর গাওস্কর-বর্ডার সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ হিসেবে দলে থাকছেন- বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক) ,মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বীশ, চেতেশ্বর পূজারা, , হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।