খেলার ডেস্ক :- ফুটবল সম্রাট পেলের রেকর্ড ভাঙলেন লায়োনেল মেসি। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে ভায়াডলিডের বিরুদ্ধে ৬৫ মিনিটে লক্ষ্যভেদের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম তোলেন আর্জেন্তাইন মহাতারকা।ব্রাজিলিয়ান ক্লাব স্যান্টোসে দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে ৬৬৫ ম্যাচে এই মাইলফলক গড়েছিলেন পেলে। মঙ্গলবার বার্সেলোনার জার্সিতে ৭৪৯ ম্যাচে ৬৪৪টি গোল করে তাঁকে পিছনে ফেললেন মেসি। বার্সেলোনা জার্সিতে সর্বাধিক গোলদাতার রেকর্ড গড়ার পর ফেসবুক পোস্টে মেসি জানান, ‘২০ বছর আগে ফুটবল খেলা শুরু করেছিলাম। কখনও ভাবিনি, এই রেকর্ড ভাঙতে পারব। তবে এই দীর্ঘ যাত্রায় আমার সঙ্গী হয়েছে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ।এই ৬৪৪টি গোলের নেপথ্যে সতীর্থদের ভূমিকাও সমান রয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরো বলেন, ‘আশা করছি, আমার এই লড়াই নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ইচ্ছে ও নিজের প্রতি আস্থা থাকলে যে কোনও লক্ষ্য পূরণ সম্ভব।’