নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ‘কিং বিরাট কোহলির’ জন্মদিন।আজ ৫ ই নভেম্বর ভারতের সর্বকালের সেরা অধিনায়কের আজ জন্মদিন। আজ সেই মানুষটার দিন যে মাঠে নামে গর্জন নিয়ে আর যে ব্যাট হাতে মাঠে নামলেই রীতিমতো কাল ঘাম ছুটে যায় বিরোধী টিমের। হ্যাঁ, আজ সেই ছেলেটার জন্মদিন যে মাত্র কুড়ি বছর বয়সে ২০০৮ সালে আইপিএলে জায়গা করে নেয় নিজের। আছে সফলতার চূড়ান্ত শীর্ষে শুরুটা মোটেও এরকম ছিল না। আর আইপিএল মানে তখন ছিল মোটা টাকা পার্টি আর রংবেরঙের জীবন। যা বিরাট কোহলি কে তখন ভীষণ আকর্ষণ করত তাই ক্রিকেট শেষেই তিনি পৌঁছে যেতেন পার্টিতে রাতভর চলত মদ্যপান এবং বন্ধুদের সাথে পার্টি। ধীরে ধীরে নিজের ক্যারিয়ার এবং স্বাস্থ্য দুটোরই ক্ষতি করে চলেছিলেন তিনি সেই সময়। ২০১৮ সেই আইপিএল এ ১২টি ম্যাচে ১৪৫ রান করে সকলকেই হতাশ করেছিলেন তিনি। প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং ক্রিকেটে ঈশ্বর শচীন তেন্ডুলকার থেকে শুরু করে সকলেই এই ছোট্ট ছেলেটাকে নিয়ে তখন স্বপ্ন দেখত। কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নে যেন চুরমার হয়ে যাচ্ছিল। নিত্যদিন খারাপ পারফরমেন্সের জন্য ব্যাক ফুটে চলে যাচ্ছিলেন বিরাট। হঠাৎই তার একদিন মনে হল তিনি ভুল কাজ করছেন নিজের ক্যারিয়ার এবং জীবনের সাথে আর সেদিন থেকেই শুরু হয়েও সফলতার এক অন্য গল্প। রাতারাতি তিনি সমস্ত বাজে অভ্যাস ছেড়ে বেরিয়ে আসেন এবং ম্যাচের পর তার চলতো তখন জিমে গিয়ে ঘাম ঝরানো এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস। সেদিনের সেই ডিসিশন না নিরে আজ আমরা ক্রিকেটের অন্যতম গর্জিত অধিনায়ক কে পেতাম না। যে তার কলার তুলে বলার কে শাসন করতে পারে। নিজেকে এমন একটি জায়গায় আছে তিনি নিয়ে গেছেন যেখানে ম্যাচে ক্যাচ উঠলে ভারতীয় দর্শকরা জানেন যে কেউ না কেউ সেই ক্যাচ ঠিকই ধরে ফেলবেন। তবে বারংবার এত সাফল্য সত্ত্বেও তিনি সমালোচনার মুখে এসে পড়েছেন। আর তার সাথে সমালোচিত হয়েছেন তার তখনকার বান্ধবী এবং আজকের স্ত্রী অনুষ্কা শর্মা। ২০১৫ বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের জন্য সুনীল গাভাস্কার অনুষ্কা শর্মাকে নিয়ে খারাপ মন্তব্য করায় তখনও তিনি চুপ ছিলেন কারণ তার অপমানের জবাব তিনি মাঠেই দিতে ভালোবাসেন। ২০১১ সালে তিনি জায়গা করে নেন বিশ্বকাপে আর তখন কেউ ভাবতেও পারেনি তার নাম একদিন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবে। বিরাট কোহলি রাজত্ব শুরু করেন ২০১২ সাল থেকে পরপর ৮ টি সেঞ্চুরি করেন এবং ২০১৪ এবং ১৬ সালের মধ্যে তিনি করেন ১৯ টি সেঞ্চুরি। এরপর থেকেই এক অন্যরকম যাত্রা শুরু হয়। এরই মাঝে বটে তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে তিনি বিয়ে করেন ২০১৭ সালে। আজ তিনি এক সন্তানের বাবা এবং ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং প্রাক্তন অধিনায়ক। নতুন বাংলার পক্ষ থেকেও থাকছে বিরাট কোহলিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আরো দীর্ঘ পথ তিনি এগিয়ে যান তার সফলতার দিকে।