দুর্গা নবমীতে এক কোটি টাকার লটারি জিতে রাতারাতি কোটিপতি যুবক

দুর্গা নবমীতে এক কোটি টাকার লটারি জিতে রাতারাতি কোটিপতি যুবক

দুর্গাপূজার নবমী তার কাছে নিয়ে এলো খুশির বার্তা। নবমীতে লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন চাপড়ার বাসিন্দা আনারুল শেখ। কথায় আছে লটারি টিকিটের নেশা নাকি মানুষকে সর্বস্বান্ত করে দেয় তার জলজ্যান্ত উদাহরণ হল আনারুল। লটারি টিকিট কাটতে গিয়ে এক এক করে সবকিছু বিক্রি করতে করতে তিনি প্রায় পথে বসে ছিলেন বিক্রি করতে বাকি ছিল না নিজের ভিটের উপর আশ্রয় নিয়েছিলেন মামার বাড়িতে। এদিন নবমী রাতে বাড়ি ফেরার সময় হঠাৎই তার মনে হলো এবং তিনি বাস থেকে নেমে লটারি টিকিট কাটবেন আর তারপরেই ঘটল চমৎকার। আনারুল জানালেন যে এখনো পর্যন্ত প্রায় ২৫থেকে ২৬ লাখ টাকা তার ব্যয় হয়ে গেছে লটারির পেছনে। এই খবর পৌঁছানোর মাত্রই আনারুলের জন্য নিরাপত্তা রক্ষীর ও ব্যবস্থা করা হয়েছে। সর্বস্বান্ত হয়ে বড় আন্দুলিয়ার বাসিন্দা আনারুল কেরালায় মিস্ত্রির কাজ ঠিক করে। আর কেরালা যাওয়ার জন্য টিকিট কাটতে গিয়েছিলেন সেদিন বাড়ি ফেরার পথে হঠাৎই তার মনে হয় টিকিট কাটার কথা। রাগের মাথায় সে ১৫০০ টাকার টিকিট কাটে তিনি ভাবতেও পারেননি রাগের বশে কাটা এই টিকিট তার জন্য সুখবর নিয়ে এলো।