তিনি অবসর নিচ্ছেন না এখনই- বিশ্বকাপের পরে বড়সড় ঘোষণা করলেন মেসি

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
তিনি অবসর নিচ্ছেন না এখনই- বিশ্বকাপের পরে বড়সড় ঘোষণা করলেন মেসি।
বিশ্বকাপ শেষেই কি তবে মাঠ ছাড়তে চলেছেন মেসি? জল্পনা তো তেমনই উঠেছিল কিন্তু বিশ্বকাপ ফাইনালের পরেই সমস্ত গুঞ্জনে জল ঢেলে মেসি জানিয়ে দিবেন এখনি অবসর নয়। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বড়োসড় জয়ের পর ফুটবল প্রেমীদের মধ্যে আশঙ্কার দানা বেঁধেছিল তবে কি এটাই মেসির শেষ বিশ্বকাপ? এরপরেই কি তিনি অবসর গ্রহণ করবেন? বিশ্বকাপের আগে এমন জল্পনা জোরালো হয়ে উঠেছিল। কিন্তু বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই বড়োসড়ো ঘোষণা করলেন মেসি। অবসর ভেঙেই সেবার মাঠে এসেছিলেন তিনি চোখের জলে ছেড়েছিলেন মাঠ কিন্তু বিশ্বকাপ জিততেই পরিস্থিতিটা পাল্টে গেল। হাসতে হাসতে এবার মাঠ ছাড়লেন মেসি। তবে তার অবসর নিয়ে জল্পনা চলছিল বিভিন্ন মহলে। বিশ্বকাপ শুরু থেকেই বিভিন্ন মহলে একটাই কথা ভেসে আসছিল যে কাঁতার বিশ্বকাপের পরেই মেসি ফুটবল থেকে অবসর নেবেন। মেসি নিজের মুখেই সে কথা স্বীকারও করেছিলেন বলে খবর ছিল। তবে গতকাল বিশ্বকাপ জিতেই মেসি ঘোষণা করলেন যে আর্জেন্টিনার হয়ে তিনি খেলা চালিয়ে যাবেন আপাতত।বিশ্বকাপে ৭ গোল করেছেন। জিতেছেন গোল্ডেন বল। ফর্ম যখন রয়েছে তা হলে এখনই কেন জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপ শেষে টিআরসি দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন যে আমার ঈশ্বরের উপর বিশ্বাস ছিল যে যে ট্রফি আমার হাতেই আসবে। জানিনা কেন আমি মনে মনে বিশ্বাস করেছিলাম। তবে মেসির এই ঘোষনায় যে আর্জেন্টিনা ভক্তরা আপাতত স্বস্তিতে তা বলাই বাহুল্য।