সিডনি টেস্টে কি অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য ?

খেলার ডেস্ক :- সিডনি টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত।১৯৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে ৮ উইকেট। খেলার বাকি আরও দু’‌দিন।ইন্ডিয়া খেলা শুরু করেছিল ৯৬/‌২, কিন্তু একের পর এক আউট টিমকে বিপর্যযের মুখে ঠেলে দেয়। ভারতীয় ইনিংস থেমে যায় ২৪৪ রানে। শেষ ৬ উইকেট ভারত হারায় মাত্র ৫০ রানের মধ্যে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অসিরাও। অসিদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১০৩/‌২। লিড ১৯৭ রানের। কাল দ্রুত অসিদের ইনিংস শেষ করতে না পারলে হার অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য।