কলকাতা নিউস ডেস্ক :- শনিবার সকালে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সূত্রের খবর জিম করার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই ব্ল্যাকআউট। তড়িঘড়ি তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। হতে পারে অ্যাঞ্জিপ্লাস্টিও। ইতিমধ্যেই মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।
হার্টের তিনটি ধমনিতে ব্লক পাওয়া গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৭০-৮০ শতাংশ ব্লক পাওয়া গিয়েছে বলে আজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।করা হয়েছে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। এই অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ সরোজ মণ্ডল। তিনি জানান, প্রায় বন্ধ হয়ে যাওয়া হার্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধমনি স্টেন্ট পরিয়ে খোলানো হয়েছে।ফের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে। তবে তা কখন হবে তা এখনও জানা যায়নি। তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ট্যুইট করে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকারও। সৌরভের খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।