খেলার ডেস্ক, কলকাতা :- বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি।এদিন সকালে খয়েরি জ্যাকেট, লাল মাস্ক পরে উডল্যান্ডস্ হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন সৌরভ। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা এবং দাদা স্নেহাশিস গাঙ্গুলী। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি তাঁর জন্য অপেক্ষামান গুণমুগ্ধ এবং সংবাদমাধ্যমের উদ্দেশ্যে সৌরভ বলেন,‘জীবন ফিরে পেলাম। আমি পুরোপুরি সুস্থ এবং আশা করছি আবার দ্রুত উড়তে পারব’।তিনি ধন্যবাদ জাজান হাসপাতালের প্রতিটি কর্মীকে তাঁর যত্ন নেওয়ার জন্য। এরপর পাইলট কারের সুরক্ষায় মুড়ে নিজের প্রিয় চেরি রঙের গাড়ি চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী। আপাতত কদিন বাড়িতে বিশ্রাম নেবেন তিনি।