বাবা হলেন বিরাট কোহলি

খেলার ডেস্ক : – বাবা হলেন বিরাট কোহলি। গতকাল তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা কন্যা সন্তানের জন্ম দেন। এই কথা নিজেই টুইট করে জানিয়েছেন বিরাট কোহলি। তিনি উল্লেখ করেন , জীবনের এই নতুন ইনিংস নিয়ে তিনি ও তাঁর স্ত্রী খুবই উচ্ছসিত, তারা প্রস্তুত এই দায়িত্ব পালন করতে । সন্তান ও মা সুস্থ্য আছেন হাসপাতাল সূত্র থেকে জানা যায়। উল্লেখ্য সিডনি টেস্টের মাঝে কোহলি ফিরে আসেন দেশে স্ত্রীর পাশে পিতৃকালীন ছুটি নিয়ে।