২০২০ জুড়ে যদি কেউ দাপুটে ব্যাট করে থাকে তাহলে সে হল করোনা ভাইরাস । কিন্তু শুধু এই বছরই নয়, মনে করা হচ্ছে আগামী বছরেও প্রভাব ফেলবে করোনার স্মরণীয় ইনিংস ।
তাইল্যান্ডে জানুয়ারিতে দুটি সুপার ১০০০ ইভেন্টে খেলার কথা রয়েছে পি ভি সিন্ধু -সাইনা নেওয়ালদের । কিন্তু নতুন ফর্মে করোনা ভাইরাসের দাপট শুরু হওয়ায় , আগামী ৪ জানুয়ারি পর্যন্ত ক্রীড়া এবং বিনোদনমূলক কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সে দেশের সরকার। তাই নতুন বছরের শুরুটা বোধহয় সেভাবে ভালো হল না ক্রীড়া জগতের । যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে টুর্নামেন্ট আয়োজকদের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু যাতায়াত নিয়ে ইতিমধ্যেই সমস্যা তৈরি হয়েছে। সিন্ধু এখন রয়েছেন ইংল্যান্ডে। সেখান থেকে বেশিরভাগ দেশেই বিমান যোগাযোগ এখন বন্ধ করোনার কারনে।ভারতীয় খেলোয়াড়দের বেশিরভাগেরই এক সংস্থার বিমানে হায়দরাবাদ থেকে নয়াদিল্লি হয়ে তারপর ব্যঙ্ককে যাওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সংস্থা তাইল্যান্ডের বিমান বাতিল করে দিয়েছে।
অন্যদিকে। টুর্নামেন্টের ড্র-তে বেশি সমস্যায় সাইনা নেওয়াল। দুটি সুপার মাস্টার্সের প্রথম রাউন্ডেই তাঁর সামনে কঠিন লড়াই। বিশ্বের চার এবং পাঁচ নম্বর অর্থাৎ নোজ়োমি ওকুহারা ও রাতচানক ইন্তাননের বিরুদ্ধে খেলতে হবে তাঁকে। দুটি টুর্নামেন্টেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কঠিন লড়াই নেই সিন্ধুর সামনে। কিন্তু প্রশ্ন সেই একটাই শেষ মেশ কি হবে ?