আজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে স্টেন্ট বসানো হবে

নিউস ডেস্ক, কলকাতা :‌ বুধবার বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর বুকে স্টেন্ট বসানো হবে।অস্ত্রোপচার করবেন ডা.‌ আফতাব খান। উপস্থিত থাকবেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি , ডা.‌ সপ্তর্ষি বসু এবং ডা.‌ সরোজ মণ্ডল। এদিন সকালে কিছু শারীরিক পরীক্ষা হয়েছে তাঁর । তার পরেই স্টেন্ট বসানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এক্ষেত্রে রিপোর্ট খতিয়ে দেখে ডা.‌ দেবী শেঠী বিশেষভাবে মতামত দেবেন। তবে ডা.‌ আফতাব খান বারবার আশ্বস্ত করেছেন, ‘‌তাঁর গুরুতর কিছু হয়নি।’‌ বুধবার বিকেলে হালকা খাবার খেয়েছেন সৌরভ। প্রসঙ্গত ২ জানুয়ারী বুকে ব্যথা অনুভব করায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিসিসিআই সভাপতিকে। পরীক্ষা করে দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের।তখন স্টেন্ট বসানো হয় তাঁর।