মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুরে গতকাল অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৯ এক প্রীতি ক্রিকেট ম্যাচ সবুজ সংঘের মাঠে। অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ দ্বারা অনুমোদিত দুই টিম , দিব্যাঙ্গ ওয়ারিয়াস ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল বনাম শান্তিপুর সবুজ সংঘ নিয়ে এই ম্যাচ হয়।
দিব্যাঙ্গ ক্রিকেট দলটির ফাউন্ডার মেম্বার এবং টিমের যাবতীয় দায়িত্ব পালন করা অভিজিৎ বিশ্বাস জানান এর আগে ২৫ শে ডিসেম্বর ২০২০তে বারাণসীতে ইন্টার জোন চ্যাম্পিয়ন হয়েছিল তাঁর টিম । লকডাউনের মধ্যে খেলাধুলা বন্ধ ছিল দীর্ঘদিন। তাই বিভিন্ন মাঠে প্রীতি ম্যাচের মাধ্যমে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন তারা। ২০১৮ সালে তৈরি এই দলটি অতি অল্পদিনেই বাংলার মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশগ্রহণ করেছেন । ন্যূনতম ৪০ শতাংশের বেশি প্রতিবন্ধকতা যুক্ত ছেলেদের নিয়ে গড়া এই দল আগামীতে , যে নজির সৃষ্টি করবে সে বিষয়ে আশাবাদী তিনি। অস্থি এবং শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্ত মহিলাদের নিয়েও দিব্যাঙ্গ মহিলা ক্রিকেট টিম গঠনের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানান তিনি।