‘দুয়ারে রেশন’ প্রকল্প, ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী তার কথা রাখলেন

পরীক্ষামূলক ভাবে শুরু হলো ‘দুয়ারে রেশন’ প্রকল্প৷বিধানসভা নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় এলে চালু করবের দুয়ারে রেশন। ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী তার কথা রাখলেন।

রাজ্যের বেশ কিছু জেলার সাথে মালদা জেলার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলে বৃহস্পতিবার থেকে চালু হয় এই দুয়ারে রেশন প্রকল্প।আজ দ্বিতীয় দিন।

এই বিষয়ে,সাব ডিভিশনাল কন্ট্রোলার আজিজুল শেখ বলেন,বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় এলে সাধারণ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেবেন, সেই প্রকল্প আজ পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়।