রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের সমস্ত গ্রাম এবং শহরে পৌঁছে ভ্রাম্যমাণ অক্সিজেন সিলিন্ডার। আজ সকাল দশটা নাগাদ, এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যা হাল তা সকলেরই জানা! আজ থেকে সাত বছর আগে নরেন্দ্র মোদিকে প্রথম দেশের দায়িত্ব তুলে দিয়েছিল জনগণ। আর সেই শুভ দিন হিসাবে , আজ চালু করেছি এই পরিষেবা। সম্প্রতি শান্তিপুর এবং চাকদার আকস্মিক ঝড়বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করে ত্রিপল, শুকনো খাবার, বস্ত্র তাদের হাতে তুলে দিয়ে যথাযথ সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করেছি। করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি শুকনো খাবার, এবং চিকিৎসা সংক্রান্ত যোগাযোগ করিয়ে দিয়ে। আজ থেকে, এই ধর্ম মান সিজন গাড়িটি ঘুরবে সমগ্র রানাঘাট লোকসভা । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং গাড়িতে প্রাপ্ত যোগাযোগ নাম্বার অনুযায়ী ফোন করলেই সাথে সাথে পৌঁছে যাবে এই গাড়ি।