নির্বাচনের আগে ভাগীরথী নদীর পাশে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকার ভাগীরথী নদীর ধারে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিবস্ত্র অবস্থায় ক্ষতবিক্ষত ওই মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি তারা সকালে এসে ওই মৃতদেহটি দেখতে। এরপর থানায় খবর দিলে বেশ কয়েক ঘণ্টা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই মৃতদেহ ঘিরে যথেষ্ট আতঙ্কে রয়েছে স্থানীয়রা।তাদের দাবি অবিলম্বে প্রশাসনকে মৃতদেহটি পরিচয় সম্পর্কে তদন্ত করুক।যতক্ষণ না ওই মৃতদেহটির পরিচয় জানা যাচ্ছে চাপা আতঙ্ক রয়েছে গ্রামবাসীরা। এলাকা সূত্রে জানা যায়, গতকাল বিকালে এবং আজ সকালে কান্নার দিক থেকে মৃতদেহ উদ্ধারের জন্য স্পিডবোট নিয়ে খুঁজে গেছেন দুবার। তবে প্রশাসনিক সূত্রে জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত এ ধরনের কোন মিসিং ডায়েরি পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।