নদীয়ার নবদ্বীপ থানার ফকির ডাঙ্গা ঘোলাপাড়ার ঘোষপাড়ায় গঙ্গার ঘাট থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা।
গত তিনদিন আগে ঘোষ পাড়ার বাসিন্দা বছর 39 এর মিলন ঘোষ নিখোঁজ হন আজ সকালে ওই এলাকার গঙ্গার ঘাট থেকে মিলন ঘোষ এর মৃতদেহ উদ্ধার হয় গলায় ধারালো অস্ত্রের ছিল বলে দাবি এলাকাবাসীর। পেশায় বিচালি ব্যবসায়ী, কিছুদিন আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে ঝামেলা হয় । এরপর থেকেই নিখোঁজ হন ওই ব্যবসায়ী। এলাকায় রটে যায় তাকে কেউ হত্যা করেছে। মৃতদেহ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। ওই এলাকার বিজেপি কর্মীদের দাবি, মিলন বাবু ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিজেপির সদস্য, তবে এলাকাবাসীর দাবি মিলন বাবু নিরীহ গরিব মানুষ তার হত্যাকারীদের শাস্তি হোক। ঘটনাস্থলে সাংসদ জগন্নাথ সরকার পৌঁছান, মৃত্যুর বিষয়ে যাবতীয় তদন্ত শুরু করতে অনুরোধ করেন প্রশাসনকে।