ভোররাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ অভিযোগের তীর তৃনমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি শান্তিপুর ফুলিয়া বুঁইচা পাড়া এলাকায়। অভিযোগ ওই এলাকার বিজেপি কর্মী স্বপন বিশ্বাসের বাড়ি লক্ষ্য করে একদল দুষ্কৃতী বোমা মারে, বাড়ির ছাদের সানসেট থেকে বোমাটি না ফেটে গড়িয়ে পড়ে বাড়ির মধ্যে এরপর আতঙ্ক ছড়ায় গোটা পরিবারের। বিজেপি কর্মী স্বপন বিশ্বাস জানান আমার আট মাসের একটি সন্তান রয়েছে বোমাটি যদি ফাটতো তাহলে বড় সড় ক্ষতি হতে পারতো অল্পের জন্য বড়ো ক্ষতির হাত থেকে রেহাই পেল পরিবার। স্বপন বিশ্বাস অভিযোগ করেন এই ঘটনার সাথে তৃণমূলের যোগসাজশ আছে যদিও বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল তৃণমূলের দাবি এই ধরনের ঘৃণ্যতম কাজ তৃণমূল কংগ্রেস করেনা এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে ওই তাজা বোমাটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।