তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গঙ্গারামপুর কলেজে পালিত হল বসন্ত উৎসব
দক্ষিণ দিনাজপুর: “ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে” এই গানের লাইন এখন আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে লেগেছে দোল, শুরু হচ্ছে বসন্ত উৎসব তার আগে মেতে উঠেছে আপমর বাঙালি দোলের রঙে। আর সেই বসন্ত উৎসবকে সাক্ষী করে একে অপরকে আবির লাগিয়ে দোলের উৎসবে মেতে উঠেছে আবালবৃদ্ধবনিতা। সে মতো অবস্থায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কলেজে পালিত হল বসন্ত উৎসব। শনিবার কলেজ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব উদযাপনের। উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল দীপক জানা,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৌশিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বসন্ত উৎসব উপলক্ষ্যে এদিন নাচ,গান, কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারা। পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলে। প্রসঙ্গত আগামী ২৫ সে মার্চ দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসব আর প্রতিবছর বসন্ত উৎসবে মাতে আট থেকে আশি সকলেই। তাই এবারে কলেজের পড়ুয়াদের বসন্তের ছোঁয়া দিতে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উৎযাপনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়