খুনে প্রধান অভিযুক্ত অধরা, তল্লাশি পুলিশের
নিজস্ব সংবাদদাতা,শিমুরালিঃ
ঘটনার চব্বিশ ঘণ্টা পার হয়ে গেলেও চাকদহ থানার চান্দুরিয়া এক গ্রাম পঞ্চায়েতের শিমুরালি শ্মশানপাড়া এলাকায় যুবক খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রেমচাঁদ বিশ্বাস ওরফে কাতলা এখনও গ্রেফতার হয় নি।
শুক্রবার রাতে প্রেমচাঁদ তার মাসির ছেলে বছর ত্রিশ বয়েসের শুভ সাহাকে কুপিয়ে খুন করেছিল বলে অভিযোগ। সেদিনের পর থেকে তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় হানা দিলেও পুলিশকে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে। তাকে ধরতে তল্লাশি চলছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে। প্রেমচাঁদকে ধরতে পারলে সেদিন কি ঘটেছিল,সেটা পরিস্কার হওয়া যাবে বলে পুলিশ মনে করছে। কারণ খুনের ঘটনার আগে মাসির সঙ্গে তার কি কথা হয়েছিল,সেটা তার কাছ থেকে পাওয়া সম্ভব বলেও পুলিশ মনে করছে।
এদিকে শনিবার খুনের ঘটনায় ধৃত শুভর মা জয়ন্তী পাল এবং প্রতিবেশী বছর বাইশ বয়েসের সমীর সরকারকে বিচারকের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কখনও তাদের আলাদা করে, আবার কখনও মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রথম পক্ষের ছেলে শুভকে চরম শাস্তি দেওয়ার জন্য প্রেমচাঁদকে বলেছিল তার মা জয়ন্তী। তাদের বাড়ির কাছে মাঠে বসে মদ খাচ্ছিল শুভ। মাসির কাছে সব শুনে শান্তি দিয়ে গিয়েছিল প্রেমচাঁদ। যার শেষ পরিণতিতে দাদার হাতে ভাই খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা যায় নি। প্রেমচাঁদকে গ্রেফতার করতে পারলে সেটা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।