৪ বছর ৬ মাসের শিশু কন্যার কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ কল্যাণী JNM হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে
সাড়ে চার বছরের এক শিশু কন্যার কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের প্রিন্সিপালের কাছে অভিযুক্ত ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ওই শিশু কন্যার পরিবারের সদস্যরা। জানা যায় ওই শিশু কন্যা আনুমানিক ৪ বছর ৬ মাসের অদ্রিজা লাহিড়ী উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। বাবা প্রদীপ লাহিড়ী ও মা অর্চনা লাহিড়ী জানিয়েছেন বেশ কিছুদিন যাবত মেয়ের কান চুলকাঁতো। ফলে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য পূর্বে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকরা অদ্রিজার কান দেখার পর ওষুধ দেন পরবর্তীতে নিয়ে আসার জন্য পরামর্শ দেন। সেই মতো আজ অর্থাৎ শুক্রবার মেয়েকে নিয়ে বাবা ও মা কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে আসেন। হাসপাতালে চিকিৎসারত এক জুনিয়র চিকিৎসক অদ্রিজার কান দেখে বলে ওয়াশ করতে হবে। শুরু করে চিকিৎসা। অদ্রিজার মা ও বাবার অভিযোগ ওই চিকিৎসক চিকিৎসার নামে ফুটন্ত গরম জল তাদের শিশু কন্যার কানে ঢেলে দেয়। চিৎকার করে ওঠে সাড়ে চার বছরের শিশু কন্যা অদ্রিজা। মেয়ের আত্মনাত দেখে বাবা-মা চিকিৎসককে বারবার বলতে থাকেন কি করলেন? আমার মেয়েকে, মেয়ের ব্যবস্থা করুন। দিশেহারা হয়ে যায় বাবা-মা। হাসপাতাল চত্বরে হৈচৈ বেড়ে যায় এই বিষয় নিয়ে। কোনরকম চিকিৎসার ব্যবস্থা করে অভিযুক্ত চিকিৎসক ওই বিভাগ থেকে চম্পট দেয় বলে জানা যায়। এরপর ওই শিশু কন্যার বাবা-মা দারস্থ হন কল্যাণী জহরলাল নেহেরু কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের প্রিন্সিপাল অভিজিৎ মুখার্জির কাছে। খবর পেয়ে প্রিন্সিপাল তড়িঘড়ি ওই শিশু কন্যার সু চিকিৎসার ব্যবস্থা করেন এবং তিনি ওই পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন, বিষয়টি তিনি দেখছেন। যদিও তিনি সংবাদমাধ্যমের সামনে অভিযুক্ত চিকিৎসককে আড়াল করার চেষ্টা করেছেন এবং এটি চিকিৎসার গাফিলতি নয়, ভুলবশত হয়েছে বলে তিনি সাফাই গেছেন। পাশাপাশি তিনি এও জানান হাসপাতাল সুপারকে তিনি নির্দেশ দিয়েছেন এ বিষয়ে তদন্ত করতে এবং তার একটি রিপোর্ট জমা দিতে। তদন্ত রিপোর্ট অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদিও চিকিৎসকের নাম প্রকাশ্যে আনা হয়নি হাসপাতালের পক্ষ থেকে। মোটের ওপরে ফের কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। যা প্রতিনিয়ত ওঠে। অভিযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দেন ব্যবস্থা গ্রহণ করার। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ আদেও হয় কি? উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে যদি ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে কেন বারংবার এই হাসপাতালের বিরুদ্ধেই চিকিৎসার গিফিলতির অভিযোগ উঠছে? কেনই বা ভুল চিকিৎসার অভিযোগ উঠছে?