দীপাবলীর রাতে গোটা অযোধ্যা ভাসছে আলোর মালায়

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
দীপাবলীর রাতে গোটা অযোধ্যা ভাসছে আলোর মালায়
আলোর রোশনাইয়ে ভাসছে আসমুদ্র হিমাচল। ভারত জুড়ে যেখানে পালিত হচ্ছে আলোর উৎসব দীপা বলি সেখানে রাম জন্মভূমি অযোধ্যা ভাসছে বিভিন্ন রকমের আতশবাজির মেলায়। ভূত চতুর্দশী রাতে রাম জন্মভূমি অযোধ্যায় আতশবাজি শো প্রদর্শন করা হলো। যেখানে গোটা আকাশ বাতাস ঝোলকে উঠল নানা রঙের বাজির আলোয়। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আতশবাজির সুপ্র দর্শন করা হয়েছে যেখানে পরিবেশবান্ধব বাজি পোড়ানো হয়েছে। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যার আতশবাজি প্রদর্শন অত্যন্ত প্রসিদ্ধ প্রতিবছরই হাজার হাজার প্রদীপ এবং আতশবাজি সহযোগে পালন করা হয় দীপাবলির উৎসব। যা দেখতে ভিড় জমায় দেশ-বিদেশের বহু পর্যটক এবং বহুদূরান্ত থেকে মানুষ আসে এই শো দেখার জন্য। লাখ লাখ ভক্তদের সমাগমে এদিন জমজমাট হয়ে ওঠে রামভূমি অযোধ্যা যেখানে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আরাধনা করা হয়।