দমকল আসতে দেরি,পুড়ে ছাই পাট বোঝাই ট্রাক।ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময়ে ইঞ্জিন ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা মার্কেটে।দমকল কর্মীদের অভিযোগ ওই সময় তারা অন্যত্র আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন তাই সঠিক সময়ে পৌছাতে পারেনি।এদিকে জেসিআই গোডাউন থেকে পাট লোড করার সময় হাই টেনশন তারে ছুয়ে যায় লরি বোঝাই পাট।দ্রুত সেই আগুন গ্ৰাস করে নেয় পাট বোঝাই লরিটিকে। তুলসিহাটা জেসিআই গোডাউন ম্যানেজার জানিয়েছে ১০৫ কুইন্টাল পাট ছিল।ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।অন্যদিকে একই সময়ে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গাবাড়ি বড়ল এলাকায় বিদ্যুতিক শর্ট সার্কিটে পাট ভর্তি ভুটভুটিতে আগুন লেগে ৩০ কুইন্টাল পার্ট পুড়ে ছাই হয়ে যায়।ঠিক একই সময়ে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামে এক বাড়িতে আগুন ধরে বিছানাপত্র জ্বলে যায়।তুলসীহাটার দমকল কর্মীরা ওই দুটি অগ্নিকাণ্ডের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হরিশচন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার সঙ্গে বিশাল বাহিনী পুলিশ।*