জীবনকালে ঝুলন গোস্বামী হন একজনই – ঝুলনের হাতে পুরস্কার তুলে দিয়ে বললেন সৌরভ গাঙ্গুলী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
জীবনকালে ঝুলন গোস্বামী হন একজনই – ঝুলনের হাতে পুরস্কার তুলে দিয়ে বললেন সৌরভ গাঙ্গুলী
প্রায় দু’বছর পর শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সিএবি বার্ষিক পুরস্কার বিতরনি অনুষ্ঠানের। আর সেখানেই ঝুলন গোস্বামীর হাতে পুরস্কার তুলে দিয়ে সৌরভ গাঙ্গুলী বললেন যে জীবনকালে ঝুলন গোস্বামী হয় একটাই। ভারতীয় মহিলা ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ঝুলন গোস্বামীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এছাড়াও জীবন কৃতি সম্মান প্রদান করা হয় উদয় ঘন ব্যানার্জি, গার্গী ব্যানার্জি এবং সম্বরণ ব্যানার্জি, অশোক মলহোত্রা এবং মিঠু ব্যানার্জিকে। ভারতের মহিলা দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা কে আইকন ক্রিকেটার সম্মানে ভূষিত করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী,সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া সহ সিএবির অন্যান্য কর্তারা। তবে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল ঝুলন গোস্বামী এবং সৌরভ গাঙ্গুলী। যেখানে সৌরভের হাত থেকে পুরস্কার পেয়ে ঝুলন গোস্বামী অত্যন্ত খুশি এবং তার সাথে উপরি পাওনা মিলেছে সৌরভের মুখে তার প্রশংসা।