গ্রামীন এলাকাতেও বসতে চলেছে সিসি ক্যামেরা, ব্যবসায়ী প্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের নিয়ে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয়বারের আলোচনা সভা

গ্রামীন এলাকাতেও বসতে চলেছে সিসি ক্যামেরা, ব্যবসায়ী প্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের নিয়ে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয়বারের আলোচনা সভা

মলয় দে নদীয়া:-
বিভিন্ন ধরনের অপরাধ এবং একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি হওয়ার কারণে নড়েচড়ে বসলো প্রশাসন। শান্তিপুরের গ্রামীন এলাকাতে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ হিসাবে দ্বিতীয়বারের জন্য শান্তিপুর থানায় ব্যবসায়িক প্রতিনিধি জনপ্রতিনিধি দের নিয়ে রানাঘাট জেলা পুলিশের আলোচনা সভা।

শান্তিপুরের পাশাপাশি সম্প্রতি ফুলিয়াতেও একের পর এক দুঃসাহসিক চুরি ছিনতাই এবং বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা বাড়ছে। আর এক্ষেত্রে মূল সমস্যা বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ঢোকার এবং বেরোনোর ক্ষেত্রে কোনো সিসি ক্যামেরা না থাকা। তাই অপরাধী ধরা কিংবা অপরাধ দমন এর ক্ষেত্রে পুলিশ প্রশাসন কেউ হাল ছাড়তে হয়েছে অনেক ক্ষেত্রে। জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনার দ্রুত তদন্ত এবং অপরাধী দের চিহ্নিত করণ সহ নারী সুরক্ষা সমস্ত বিষয়েই এবার নজরদাড়ি করবে পুলিশ।আজ শান্তিপুর থানায় ব্যাবসায়ী সমিতির একাধিক ব্যাবসায়ী এবং সাধারণ মানুষ কে সঙ্গে নিয়ে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকার একাধিক জায়গা চিহ্নিত করণ করে মোট ২১ টি জায়গায় ৬৬ টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রানাঘাট জেলা পুলিশ। এবার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানায় পুলিশ আধিকারিক, রানাঘাট পুলিশ জেলার এস ডি পি ও শৈলজা দাস, বিডিও সন্দীপ ঘোষ, সহ ফুলিয়াটাউনশিপ, নবলা, বেলঘড়িয়া ১ এবং ২ নম্বর পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজার ব্যবসায়ী প্রতিনিধি ব্যবসায়ী সংগঠন এবং এই চার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সিদ্ধান্ত নিয়েছে এই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত বাস্তবায়িত করতে। তবে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এই শুভ উদ্যোগ বলে জানান ব্যাবসায়ী রা ।