সর্বসাধারণের জন্য আজ থেকেই রানাঘাট স্টেশন থেকে শিয়ালদা উদ্দেশে রওনা এসি লোকাল ট্রেনের । সকাল থেকেই আগ্রহের সঙ্গে ট্রেনে চড়তে ভিড় যাত্রী সাধারণের।
গতকাল আনুষ্ঠানিকভাবে শিয়ালদা স্টেশন থেকে উদ্বোধন করা হয়েছে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেনের। কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি সাংসদ এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন গতদিনের অনুষ্ঠানে। তারপর শিয়ালদা থেকে রানাঘাটে আসে এসি লোকাল আজ জনসাধারণের জন্য ট্র্যাকে দৌড়াচ্ছে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা শেষ ছিল না এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা উদ্দেশ্যে রওনা হওয়ার। সকাল ৮:২৯ মিনিটে ট্রেন রানাঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল। যাত্রীরা জানাচ্ছেন অভাবনীয় পরিকল্পনা পূর্ব রেলের। তারা কোনদিন ভাবতেও পারেনি সাধারণ মানুষ এসি লোকাল ট্রেনে চড়ে শিয়ালদা যাবেন। তবে তাদের একটা চিন্তা সাধারণ মানুষরা কতটা ঠিক ঠাক ভাবে রাখতে পারবে এই এসি লোকাল ট্রেন। তবে রানাঘাট থেকে শিয়ালদহ যেতে আর কোন কষ্ট করতে হবে না বলেও আশাবাদী তারা। একজোড়া লোকাল ট্রেন পেয়ে অত্যন্ত খুশি নদীয়া বাসি।