তৃনমুল সংসদের শুভেচ্ছা অভিনেতা যশকে

বিনোদন ডেস্ক : -রাজ্য রাজনীতির প্রভাব এবার টলিউডে দেখা দিতে চলেছে। তৃণমূল তারকা সাংসদ দেব অধিকারী ‘বিরোধীপক্ষ’ নাম লেখানোতে প্রথম শুভেচ্ছা জানালেন অভিনেতা যশ দাশগুপ্তকে। টুইট করে তিনি জানান , ‘রাজনৈতিক দুনিয়ায় স্বাগত যশ ‘ভাই’। তুমি যে রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাসী হও, আমার শুভেচ্ছা সব সময়ে তোমার সঙ্গে থাকবে।’ সৌজন্য বোধ, শুভেচ্ছা বার্তা বিনিময় অবশ্য এক তরফা হয়নি। দেবের টুইটের উত্তরে পাল্টা টুইট করেছেন যশও। সহ-অভিনেতাকে ট্যাগ করে তাঁর বক্তব্য, ‘শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের মত এক না হলেও, পথ অবশ্যই এক। মানুষের সেবা করা।’ যশের বিজেপি যোগদানের পর অভিনেতা হিরণ নাম লেখান গেরুয়া শিবিরে। একুশে নির্বাচনের আগে টলি-পাড়াতে জোর কদমে চলছে রাজনৈতিক সংযোগ।