BEDS উদ্যোগে অনুষ্ঠিত হলো বোলপুরে বীরভূম জেলা আজ সাংগঠনিক প্রথম সন্মেলন

BEDS উদ্যোগে অনুষ্ঠিত হলো বোলপুরে বীরভূম জেলা আজ সাংগঠনিক প্রথম সন্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয় , বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ মহাশয় , বিশ্বভারতী সাবেক উপচাযো সবুজকলি সেন, চলো চিত্রজগতের অভিনেতা কুমারেশ দাস,ও থিয়েটার ও চলোচিত্র অভিনেতা সুমিত রায় , বিশিষ্ট শিক্ষিক প্রসন্ন কুমার প্রমুখ