Anushka-র কোলে ছোট্ট ভামিকা, ছবি প্রকাশ Virat-র

আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day 2021) নতুন ছবি শেয়ার করলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের ছবিতে অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবং ছোট্ট ভামিকাকে দেখা যাচ্ছে একসঙ্গে। ছোট্ট ভামিকার মুখ প্রকাশ্যে না আনলেও, মায়ের সঙ্গে মেয়ের খুনসুটির ছবি প্রকাশ করেন বিরাট কোহলি। সন্তানের জন্মের আগে থেকেই বিরাট, অনুষ্কা জানিয়ে দেন, সন্তানের মুখ তাঁরা প্রকাশ করবেন না। সেই অনুযায়ী, সন্তানের জন্মের পরপরই অনুষ্কাকে নিয়ে চুপিসাড়ে হাসপাতাল থেকে চলে যান বিরাট কোহলি। হাসপাতাল থেকে চুপিসাড়ে চলে গেলেও, মেয়ের নাম প্রকাশ করেন বিরাট। জানান, দুর্গার আরেক নাম ভামিকা। সেই অনুযায়ী, তাঁরাও মেয়ের নাম রেখেছেন ভামিকা। বিরাট, অনুষ্কার মেয়ের ছবির জন্য নেটিজেনদের একাংশের মধ্যে জোর জল্পনা শুরু হলেও, সদ্যোজাতর মুখ দেখাননি বিরুষ্কা।এদিকে বিশ্ব নারী দিবসে বিরাটের পাশাপাশি করিনা কাপুর খানও (Kareena Kapoor Khan) তাঁর দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করেন। ‘মেয়েরা পারে না এমন কোনও কাজ নেই।’ এমনই একটি শক্তিশালী ক্যাপশন যোগ দিয়ে দ্বিতীয় সন্তানের ছবি শেয়ার করেন করিনা কাপুর খান।