নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
শাহরুখের চুমুতেই কি টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিলেন অভিনেত্রী তৃণা ভট্টাচার্য?
এবার কি টলিউড ছেড়ে পাকাপাকিভাবে মুম্বাই পাড়ি দিলেন অভিনেত্রী ত্রিনা ভট্টাচার্য? টলিপাড়ায় কান পাতলে তো এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন অভিনেত্রী বলিউডে পাড়ি দিলেন?সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে কলকাতা চলচ্চিত্র উৎসব। সেখানে বসেছিল রীতিমত চাঁদের হাট। বলিউড টলিউডে এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।সেখানে উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানেই দেখতে পাওয়া গেছে বাদশা শাহরুখ খান অভিনেত্রী তৃণার হাতে চুম্বন করছেন।তার কয়েকদিন পরই মুম্বই উড়ে গিয়েছেন অভিনেত্রী। কলকাতা বিমানবন্দর থেকে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন ‘মুম্বইয়ে দেখা হবে।’ হ্যাশট্যাগে দিয়েছিলেন ‘ওয়ার্ককল। তবে কি এবার শাহরুখের নায়িকা হতে চলেছেন ত্রিনা। অবশ্য পরে এ বিষয় খোলসা করে অভিনেত্রী জানান যে তিনি কোন সিনেমা নয় আসলে একটি বিজ্ঞাপনের কাজের জন্য মুম্বাই পাড়ি দিয়েছেন।