হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

বিনোদন ডেস্ক:‌ শুক্রবার সকালে দক্ষিণী সুপারস্টারের রক্তচাপ আচমকা বেশ খানিকটা কমে যাওয়ায় অসুস্থ বোধ করেন বছর সত্তরের অভিনেতা , সঙ্গে সঙ্গে তাঁকে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, একমাত্র রক্তচাপের সমস্যা ছাড়া আর কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই।

বড়দিনের সকাল থেকে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুপারস্টার। শ্বাসকষ্টও শুরু হয় তাঁর। এরপরই অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে পরীক্ষা করেন। তবে কী কারণে রক্তচাপ ওঠানামা করছে, তা এখনও বোঝা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ ঠিক হলে এবং সামগ্রিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে, তবেই ছাড়া হবে অভিনেতাকে।