বিনোদন ডেস্ক :- সোনু সুদ লোকডাউনের সময় পরিযায়ী শ্রমিকের পাশে যে ভাবে দাঁড়িয়ে তাদের সাহায্য করেছেন, তা দেখে কুর্নিশ করেছিল গোটা দেশ। নিজের সম্পত্তি বিক্রি করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
এক টুইটের মাধ্যমে তিনি জানতে পারেন বেনারস থেকে ৮০ কিলোমিটার দূরে মির্জাপুর ও সোনভদ্রের ২০ টি গ্রাম রয়েছে যেখানে প্রতিবছরই প্রবল শৈত্যপ্রবাহের কবলে পড়েন বৃদ্ধারা। সেই ২০ টি গ্রামের বৃদ্ধাদের জন্য শীতবস্ত্রের জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু সুদ। ওই টুইটের জবাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা। জানিয়ে দিয়েছেন, তিনি দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সোনু ওই টুইটের জবাবে লেখেন, ‘আর কেউ ওই ২০ টি গ্রামে ঠান্ডায় কষ্ট পাবে না। শীঘ্রই শীতের সরঞ্জাম পৌঁছে যাবে আপনার কাছে।’