বিনোদন ডেস্ক, ১৪ ডিসেম্বর : – বর্ধমানের দশঘড়া গ্রামে ‘গোলন্দাজ’ ছবির শ্যুটিং করছেন সাংসদ-অভিনেতা দেব।গত ১ ডিসেম্বর থেকে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হয়েছে। বড়োদিনের দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। কিন্তু শুটিংতো অতদিন চলবে না, বর্ধমানের অনুরাগীরাতো তাঁদের প্রিয় দেবদাকে অতদিন পাবেন না। তাই শ্যুটিংয়ের ফাঁকেই একেবারে কেক নিয়ে রাস্তার উপরেই অনুরাগীদের সঙ্গে আগাম জন্মদিন পালন করলেন এই সাংসদ-অভিনেতা। শ্যুটিং স্পট থেকে খানিক দূরে অনুরাগীদের আবদার মেনে কেক কাটলেন তিনি। কয়েকজনকে খাইয়েও দিলেন। গ্রামের একটি মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে এই অভিনেতা-সাংসদকে।শ্যুটিংয়ের দিনগুলোতে সারাক্ষণই অনুরাগীদের দ্বারা বেষ্টিত হয়ে থাকতে দেখা গিয়েছে দেবকে। সোশ্যাল মিডিয়া জুড়ে তার ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। এই ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা ও অন্যাণ্য শিল্পীরা।