সম্পন্ন হলো বরুন ধাওয়ানের শুভ বিবাহ

বিনোদন ডেস্ক : – বলিউডের তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে সফলতম বরুণ ধাওয়ান। কয়েক বছরের অভিনয় জীবনে বাণিজ্যিক হিট ছবি সংখ্যা কম নয়। ভক্ত সংখ্যাও বিপুল।রাখ ঢাক করেও অনেক খবর প্রকাশ হয়েই পড়েছিল বরুণ-নতাশার বিয়ের ব্যাপারে।২০ বছরের বন্ধুত্ব, ১৪ বছরের প্রেমের পর অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা বরুণ ধাওয়ান ও তাঁর কলেজের সময়ের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নতাশা দলাল।


গতকাল ২৪ শে জানুয়ারী আরবসাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পাম গাছে ঘেরা এক রিসর্টে পাকাপোক্ত সম্পর্কের ভিত গাঁথলেন দুজনে,পরিবার পরিজন আর মাত্র কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে পাশে নিয়ে।শেষ রাতে বিয়ের ছবি তিনি নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন ‘আজীবন ভালোবাসা এই মাত্র পূর্ণতা পেল।’