রক্তদান শিবিরের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন সৌমিত্র চট্টোপাধ্যায়কে

বিনোদন ডেস্ক :- আগামী ১৯ জানুয়ারি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তাঁর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে ব্লাড মেট। তাঁর জন্মদিনের ঠিক দু’দিন আগে, অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। অভিনেতা যখন হাসপাতালে ছিলেন তখন তাঁকে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছিল এই সংস্থাই। দুর্ভাগ্যবশত অভিনেতাকে ফেরানো যায়নি। তাই তাঁকে শ্রদ্ধা জানাতে রক্তদান শিবিরের আয়োজন করেছে সংস্থাটি। সঙ্গে যোগ দিয়েছে, দ্য সৌমিত্র চ্যাটার্জি ফাউন্ডেশন এবং সৌমিত্র কন্যা পৌলমী বসুর নাট্যদল শ্যামবাজার ‘মুখোমুখি’। আগামী ১৯ জানুয়ারি অভিনেতার জন্মদিন উপলক্ষে এক সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তাঁর কন্যা পৌলমী বসু।